Slide background

উচ্চ গুনসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার

প্রতিটা দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সেই দেশের তরুণ এবং যুব
সমাজকে সুশিক্ষিত করে তোলা। এই পরিবর্তনশীল যুগে সাফল্য
অর্জনের জন্য আমরা আমাদের আদর্শ বিদ্যাপীঠে ছাত্রীদের প্রস্তূত করছি।

Slide background

আমাদের ছাত্রীরা আমাদের গর্ব

আমাদের ছাত্ররা সঠিক শিক্ষা অর্জনের জন্য সকল একাডেমিক সুবিধাদি পেয়ে থাকে। আমাদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আধুনিক পদ্ধতিতে পাঠদান করেন, কার্যকরী পাঠ পরিকল্পনা প্রয়োগ করেন এবং যথা সময়ে পরীক্ষা গ্রহণ করেন।

Slide background

ছাত্রীরা যেখানে সত্যিকারের অর্জনকারী

আমাদের সমৃদ্ধ লাইব্রেরি ছাত্রদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করে
তাদের শিক্ষার মনকে আরো উতকর্ষিত করে।

Slide background

Computer Lab

আধুনিক যুগে প্রতিদ্বন্দিতা এবং সাফল্য অর্জনের জন্য তথ্য প্রযুক্তিশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমৃদ্ধ কম্পিউটার গবেষণাগার ছাত্রীদের পরিবর্তিত ডিজিটাল বাংলাদেশের জন্য প্রস্তূত করছে।

Slide background

যেখানে ছাত্রীরা হাতে-কলমে শিক্ষা লাভ করে

আমরা বিশ্বাস করি, কোনো বিষয় সম্মন্ধে পরিপূর্ণভাবে জানার জন্য হাতে-কলমে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের
সমৃদ্ধ পরীক্ষাগারের মাধ্যমে ছাত্রীদের মানসম্মত ব্যবহারিক
শিক্ষা দেওয়ার বিষয়ে বদ্ধ পরিকর।স্বাগতম, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ

চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ কতৃক পরিচালিত কল্যাণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি। আধুনিক তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নারী সমাজের মাঝে যথাপুযুক্ত গুনসম্মত শিক্ষার প্রসারের লক্ষ্যে এই কলেজের যাত্রা শুরু হযেছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ,চিন্তাশীল এবং নৈতিকভাবে উন্নত নাগরিক সৃষ্টির উদ্দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা।

মানসম্মত শিক্ষা একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত। “সুশিক্ষা সুনাগরিক সৃষ্টি করবে”-এই নীতিবাক্য কলেজের জন্মলগ্ন থেকে এই কলেজের মূলমন্ত্র। আলোকিত মানুষ প্রস্তূতের লক্ষ্যে, উপরে উল্লেখিত নীতিবাক্য নিয়ে এই কলেজের যাত্রা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সুশিক্ষার মাধ্যমে মানুষের চিন্তা-চেতনায় হিতৈষীমূলক পরিবর্তন আনা সম্ভব। তাই সুশিক্ষিত জাতি তৈরী করতে হবে। এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, শিক্ষিত জাতিই হবে উন্নয়নের চাবিকাঠি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যদের সন্তানদের উচ্চশিক্ষার লক্ষ্যে, চটগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয় ( স্থাপিত: ১৯৫৯ইং) প্রারম্ভিকভাবে উচ্চ বিদ্যালয় এবং কলেজ হিসাবে ২০১৩-২০১৪ সেশনে উন্নীত হয়। পরবর্তীতে জানুয়ারী,২০১৪ইং এ চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ অত্র এলাকার নারী সমাজের মাঝে সমযুপযুগী শিক্ষা প্রসারের লক্ষ্যে স্বতন্ত্র কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। সদা পরিবর্তনশীল যুগের সাথে মোকাবেলায়, এই শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই তার লক্ষ্য পূরণে সমর্থ হবে, আমরা এই আশা ব্যক্ত করছি।

চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ একটি সুশিক্ষিত জাতি,সুসাংস্কৃতিক ঐতিহ্য অনুশীলন,নিয়মনিষ্ঠ সমাজ গড়ে তোলা এবং দেশ ও সংবিধানের নীতি বাস্তবায়নের লক্ষ্যে ইহার সুপ্রয়াশ চলমান রাখবে।

কলেজের প্রাত্যাহিক সংবাদ

নোটিশ

প্রকাশিত হয়েছে ০৩ অক্টো ২০১৯

কুইজ প্রতিযোগিতা ২০১৯

প্রকাশিত হয়েছে ১৮ সেপ্টে ২০১৯

নোটিশ

প্রকাশিত হয়েছে ০৯ সেপ্টে ২০১৯

একাদশ শ্রেণি ছাত্রীদের নোটিশ

প্রকাশিত হয়েছে ০৩ সেপ্টে ২০১৯